Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

এস, এম, মোস্তফা কামালঃ শ্যামনগরে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা-“এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ যথাযথ ভাবে পালিত হয়েছে।
সোমবার (০৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে মানববন্ধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ নানান কর্মসূচীতে দিবসটি উদযাপিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, পরিবার থেকে দুর্নীতি প্রতিরোধ শুরু করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে সকলকে সচেতন হতে হবে।দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা থাকলে আগামীতে শুদ্ধতায় দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে।যার যার অবস্থান থেকে দুর্নীতি কে না বলে এই দীক্ষায় কাজ করতে হবে। অনুষ্ঠানে শ্যামনগর থানা ওসি তদন্ত ফকির তাইজুর রহমান, প্রেসক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব নাথ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version