নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে পূর্বের শত্রুতার জের ধরে মৎস্য পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ছয়ঘরিয়া মাধবকাটি,গ্রামের মৃত মান্দার সরদার এর পুত্র আলম সরদার বাদী হয়ে একই এলাকার গফ্ফার খোকন এর পুত্র কামরুল ইসলাম , মৃত রাজ্জাক এর পুত্র আনার আলী ,আনার আলীর পুত্র মোঃ কবির গনদের নামে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় , ছয়ঘরিয়া গ্রামের আলম সরদার তার বাড়ির পাশে নিজের একটি পুকুর দীর্ঘদিন যাবত মাছ চাষা করে আসছিল , প্রতিবছর পুকুরে রুই, কাতলা, মৃগেল ইত্যাদি মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে , উক্ত বিবাদীরা পূর্বের শত্রু তার জেদ ধরে সম্পূর্ন হিংসাত্মকমূলক ভাবে রবিবার ১৫/১২/২০২৪ তারিখ ভোর অনুমান ০৪.০০ ঘটিকার সময় বিবাদিরা পুকুরে বিষ প্রয়োগ করে অনুমান ১,৫০,০০০/- টাকার মাছ ক্ষতিসাধন করে।
এ বিষয়ে ভুক্তভোগী আলম সরদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কান্না বিজড়িতে কন্ঠে বলেন ,আমি বিবাদীদের নিকট বিষ প্রয়োগের কারন জিজ্ঞাসা করিলে বিবাদীরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে ও জীবননাশের হুমকি দেয় , এ বিষয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার নিকট জোর দাবি করেছি। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ছয়ঘরিয়ায় মৎস্য পুকুরে বিষ দিয়ে লক্ষ্যধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/