Site icon suprovatsatkhira.com

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

বি এম পলাশ, কলারোয়া প্রতিনিধি : কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন কলারোয়ার পদ্ম পার্কে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) লাঙ্গলঝাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অবস্থিত ছায়াসুনিবিড় মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত এ বনভোজনে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সদস্যরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। বেলা ১২ টায় ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি বিএম আব্দুর রশিদ কচির সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভায় বক্তারা নতুন উদ্যমে নতুনভাবে ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে মতামত ব্যক্ত করেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অগ্রণী ভূমিকা রাখার বিষয়ে সকলেই একমত পোষণ করেন। সভায় বক্তব্য দেন এফএসসি সদস্য শেখ বেনজীর আহমেদ, জাহিদুল ইসলাম খান শান্তি, আশরাফ হোসেন, খান মিজানুল ইসলাম সেলিম, আলহাজ্ব শেখ কামরুল ইসলাম, সুভাষ চন্দ্র ঘোষ, আজিজুল হাসান, শেখ রেজাউল ইসলাম, রেজাউল ইসলাম, হরেন্দ্রনাথ রায়, রাশেদুল ইসলাম ফুনু, রজিবুল ইসলাম, রেজাউল করিম লাভলু, রমজান আহমেদ, হবিবর হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মীর রফিকুল ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের বর্তমান নির্বাহী কমিটি ভেঙে দিয়ে বিএম আব্দুর রশিদ কচিকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি অপর দুই সদস্য হলেন: হরেন্দ্রনাথ রায় ও শেখ রেজাউল ইসলাম। এছাড়া ক্লাবের নির্বাচন পরিচালনার জন্য সুভাষ চন্দ্র ঘোষকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। গঠিত এ কমিটির অপর দুই সদস্য হলেন: রাশেদুল ইসলাম ফুনু ও শেখ আবু আজাদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version