ডিসেম্বর ১৯, ২০২৪
আলীপুরে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : ১৯ ডিসেম্বর রিইব হোপ প্রকল্পের আয়োজনে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে ও রিইব হোপ প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাসের সঞ্চালনায় ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে সামাজিক সমস্যা সমুহ তুলে ধরেন বক্তারা। বিশেষ করে বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদকদ্রব্যের দৌরাত্ম, উচ্ছেদ ঝুকি, শিক্ষা থেকে ঝরে পড়া, কমিউনিটি ক্লিনিকে অপর্যাপ্ত ঔষধ প্রভৃতি সমস্যাসমূহ তুলে ধরেন। উল্লেখিত চিহ্নিত সমস্যা নিরসন কল্পে যৌথ উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সুজন দাস, অধীর দাস প্রমূখ। চিহ্নিত এ সকল সামাজিক সমস্যা নিরসনে গণসচেতনতা বৃদ্ধি, সমস্যাসমূহ তুলে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানসহ কতিপয় উদ্যোগ উল্লেখপূর্বক সিএসও ও ইউনিয়ন পরিষদ এর যৌথ পরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান মো: আব্দুর রউফ। মানব সেবায় সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চান্দু, ইউপি সদস্য আফতাবুজ্জামান টুটুল, এবাইদুল্লাহ আল ফারুক, মোছা; মনোয়ারা খাতুন প্রমূখ। সভায় আলীপুর ইউনিয়ন প্রান্তিক জনগোষ্ঠীর ও সিএসও প্রতিনিধিবৃন্দসহ নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কমিটি ও অন্যান্য স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। 8,762,311 total views, 2,871 views today |
|
|
|