Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা জেলা রোভারের দুই স্কাউটারকে স্বপ্ন সিঁড়ির সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্ন সিঁড়ির পক্ষ থেকে জেলা রোভারের দুই স্কাউটারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কফি ভিলাতে জেলা রোভার স্কাউটস এ-র এডহক কমিটির সদস্য এ এস এম আব্দুর রশিদ ও আব্দুল্লাহ আল মামুন কে সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি জেলা রোভার স্কাউটস এ-র কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করে বাংলাদেশ স্কাউটস।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন সিড়ির সভাপতি মুহা. আলতাফ হোসেন। সাধারণ সম্পাদক নাজমুল হক এ-র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নসিড়ির উপদেষ্টা মোঃ মুরাদুজ্জামান, রেবেকা সুলতানা, জামাল হোসেন। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, মীর তাহমিদুর রহমান, সেলিম হোসেন, সিদ্দিকুর রহমান, ইমতিয়াজ মাহবুব সিয়াম প্রমুখ।
পরে স্বপ্ন সিঁড়ির সভায় আগামী ২৬ ডিসেম্বর ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও ৪ জানুয়ারি ২০২৫ এ শীত বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version