ডিসেম্বর ২০, ২০২৪
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে পাটকেলঘাটা প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পাটকেলঘাটা প্রতিনিধি : ইসলামকাটী ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের উপর আতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসী রমজানকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৫ টায় পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে দুই সাংবাদিক, মোঃ আক্তারুজ্জামান এবং আতাউর রহমান, সন্ত্রাসী হামলার শিকার হন। এই হামলা সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বিবেচিত হয়েছে। বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের হামলা মেনে নেওয়া হবে না। এ সময় হামলার প্রতিবাদে সারাদেশে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। 8,982,246 total views, 8,498 views today |
|
|
|