Site icon suprovatsatkhira.com

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে থাকবে না

নিজস্ব প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দিয়ে বলেছেন, কেউ যদি কোন অপকর্ম করে তার দায় দল নেবে না। বিএনপিতে আর কোনো সন্ত্রাসী, চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ এমন কাজ করলে তাকে দল থেকে বহিষ্কারের নির্দেশনা প্রদান করেন তিনি। সোমবার দুপুরে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আগামি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। রাতের ভোট আর বাংলার মাটিতে হবে না। তাই যে কাজ করলে মানুষ ভালোবাসে সেই কাজ করার পরামর্শ দেন নেতা-কর্মীদের। কলারোয়া পৌরসভার হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আ:রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচউদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইব্রাহীম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বিএনপির প্রচার সম্পাদক আ.রাজ্জাক, বিএনপি নেতা সরকারি কলেজের সাবেক জিএস এম এ রব শাহিন, খালিদ খান, যুবদলের আহŸায়ক এম এ হাকিম সবুজ, সদস্য সচিব তওফিকুর রহমান সন্জু, যুগ্ন আহবায়ক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, উপজেলা কৃষকদলের আহবায়ক মাষ্টার মনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আ:রউফ, সদস্য সচিব সন্জু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আ:সালাম দীলু, আবু জাফর, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহজালাল হোসেন সাজু, আবির, পৌর ছাত্রদলের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক জি এম সোহেল, যুবদল নেতা ইব্রাহীম হোসেন টুকু, আলমগীর হোসেন, হাবিল, হাবিব, মাসুম, আলী হোসেন, পারভেজ, বাবলুসহ ১২টি ইউনিয়ন, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আ: রকিব মোল্লা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version