ডিসেম্বর ২০, ২০২৪
পাইকগাছায় উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ বাজার মনিটরিং অংশ হিসেবে ব্যবসায়ীদের সতর্ক বার্তা প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের সদর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এবং সরকারি খাস জমিতে অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময়ে সঠিকভাবে মালামাল ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এছাড়াও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ এর ১১ ধারা অনুযায়ী সরকারি খাস জমি অবৈধভাবে দখল পূর্বক স্থাপনা নির্মাণের অপরাধে বাজারের অবৈধভাবে নির্মিত কিছু স্থাপনা অপসারণ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সেনাবাহিনীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান,জনস্বার্থে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 8,982,436 total views, 8,688 views today |
|
|
|