Site icon suprovatsatkhira.com

নারকেলতলা মোড়ে রাস্তার উপর অস্থায়ী ভাজার দোকান

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা শহরের জনগুরুত্বপূর্ণ প্রধান সড়ক নারকেলতলা-থানাঘাটা চার রাস্তার মোড়। মোড়টিতে প্রায়শই যানজট লেগে থাকে। সম্প্রতি সরকারের পট পরিবর্তনের সুফলকে কাজে লাগিয়ে কতিপয় বেনামি রাজনৈতিক নেতৃবৃন্দের মদদে রাস্তার উপরে আল-মদিনা চপ অ্যান্ড ফাস্ট ফুড নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন থানাঘাটা এলাকার রবিউল ইসলাম নামের এক ব্যক্তি। সাতক্ষীরা-খুলনা মহা-সড়কের ব্যস্ত সড়কের উপরে ক্রেতাদের ভিড় লেগে থাকার কারণে সেখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সেখানকার কয়েকজন ব্যবসায়ী। সরজমিনে দেখা গেছে, নারকেলতলা মোড়ের ব্যস্ত সড়কের গাঁ ঘেঁষেই গড়ে তোলা হয়েছে খাবারের দোকানটি। গায়ের জোরে জুড়ে নিয়েছেন পিছনের ব্যক্তি-মালিকানা কিছু জায়গাও। ওই জমির মালিক সাহিদা খানমের সাথে কথা বলে জানা গেছে, ‘থানাঘাটা এলাকার জনৈক রবিউল ইসলাম নামের এক ভাজা ব্যবসায়ী সম্প্রতি রাতের আধারে নারকেলতলা চার রাস্তা মোড়ে আনোয়ার ট্রেডিং এর সামনে প্রধান সড়কের সাথে একটি ভাজার দোকান দিয়ে বসেছেন। সে দোকান বসানোর পর ক্রেতার সমাগম হওয়ায় রাস্তায় যানজট বাড়ছে। পাশাপাশি বিগত ১০ দিনে কয়েকটি ছোট-খাটো দুর্ঘটনাও ঘটেছে। তাকে সেখান থেকে সরে অন্যত্র দোকান নিয়ে যেতে বলায় সে ক্ষিপ্ত হয়ে আমার জমিতেও দোকান বাড়িয়ে নিয়েছে। নিষেধ করলে রবিউল ইসলাম বিভিন্ন নেতা-কর্মীর নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন’। নাম প্রকাশে অনিচ্ছুক নারকেলতলা চার রাস্তা মোড়ের কয়েকজন ব্যবসায়ী জানান, ‘চার রাস্তার মোড়ের মাথায় দোকানটি হওয়ায় ইতিমধ্যে কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আরো বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা আছে। যত দ্রæত সম্ভব দোকানটি অপসারণে রোডস্ অ্যান্ড হাইওয়েসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version