ডিসেম্বর ২০, ২০২৪
ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে কয়রায় স্বাগত মিছিল
কয়রা (খুলনা) প্রতিনিধি : আগামি ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ। কর্মী সম্মেলন উপলক্ষে ২০ ডিসেম্বর বিকেলে স্বাগত মিছিলের আয়োজন করা হয়। স্বাগত মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি খুলনা জেলা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম,সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোল্লা শাহাবুদ্দিন, কয়রা সদর ইউনিয়ন আমির মোঃ মিজানুর রহমান যুব বিভাগের কয়রা উপজেলা শাখার সেক্রেটারি মনায়েম হোসেনে, ছাত্র শিবির কয়রা দক্ষিণের সভাপতি মোঃ সামিউল ইসলাম। মিছিল শেষে কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান এর সভাপতিত্বে ও নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম এর সঞ্চলনয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ তিনি বলেন দীর্ঘ ১৫ বছর পর খোলা ময়দানে আমরা মিছিল করতে পারছি, সমাবেশ করতে পারছি, কথা বলতে পারছি। আগামি ২৬ তারিখ কয়রায় কর্মী সম্মেলনের দাওয়াত প্রতি টা ঘরে, ঘরে পৌঁছায় দিতে হবে। 9,024,345 total views, 893 views today |
|
|
|