ডিসেম্বর ২৮, ২০২৪
কালিগঞ্জের নলতায় কলেজ পর্যায়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ডিসেম্বর) সকালে নলতা রওজা শরীফ প্রাঙ্গনে প্রখ্যাত সুফি সাধক পীর এ কামেল খাঁন বাহাদুর আহছানউল্লা (র.) এঁর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনার থেকে আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার প্রদান করা হয়। জানা গেছে, গত ১৪ নভেম্বর নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন শিক্ষা পরিষদ এই প্রতিযোগিতার আয়োজন করে। হজরত খাঁনবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জীবনাদর্শ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ওয়ালিদ ইসলাম, মরিয়ম সুলতানা, তামান্না ইসলাম ও আফরিন মৌ বিজয়ী হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন খাঁনবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মনিরুল ইসলাম। 9,024,501 total views, 1,049 views today |
|
|
|