Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি : “সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ কর্তৃক আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি উত্তোর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা সমবায় অফিসার মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ওসি তদন্ত তুষার কান্তি দাস, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দীন।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান, পোনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি বাবুরাম মন্ডল, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির লিঃ এর মোঃ রেজাউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, ইলিয়াস হোসেন, প্রানকৃষ্ণ দাশ, জিতেন্দ্রনাথ মন্ডল, পঞ্চানন সানা, ইব্রাহীম হোসেন, মিন্টন কুমার মন্ডল, বিদ্যুৎ মন্ডল সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version