নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় আশাশুনি উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রদর্শক সন্যাসী মন্ডল।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।
শিক্ষক উত্তম কুমারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিআরডিবি চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সমবায়ী তাপসী রানী অধিকারী।
বক্তাগণ ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা রাখেন। সবশেষে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ৭টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আশাশুনিতে জাতীয় সমবায় দিবস পালিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/