নভেম্বর ২, ২০২৪
সাতক্ষীরা পাকাপুল থেকে সরকারী গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত “প্রেসক্লাব উদ্যান” ঘোষণা
নিজস্ব প্রতিনিধি : বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে প্রাণসায়ের খালের দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপস্থিত থেকে সাতক্ষীরায় কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত প্রাণসায়ের খালের পর্ব পাড়কে “প্রেসক্লাব উদ্যান” ঘোষণা করেছেন। 8,705,310 total views, 2,243 views today |
|
|
|