Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস, এম, মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষার গুণগত মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে নভেম্বর (বুধবার) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম আব্দুর রহমান, নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, , মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান,, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কে.এ আদর্শ দাখিল মাদ্রাসার সুপার খবির উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন তার বক্তব্যে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ওঅভিভাবকদের। তিনি আরোও বলেন, বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়, যোগাযোগ থাকতে হয় অভিভাবকদেরও। অভিভাবকরাও নানা পরামর্শ দিতে পারেন শিক্ষার মানোন্নয়নে।শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অসংগতি অনেক সময় অভিভাবকদের চোখেই হয়তো ধরা পড়ে। সে জন্য বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অভিভাবকদেরও সম্পর্ক থাকতে হয়। মতবিনিময় সভায় সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version