নভেম্বর ২৭, ২০২৪
শ্যামনগরে এক বিধবার ভিটা দখলের অপচেষ্টা
শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের নুরনগর সংলগ্ন রাজাপুর গ্রামের এক বিধবার ভিটা দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। রাজাপুর গ্রামের আতিয়ার সরদারের কন্যা ফাতেমা বেগম জানান, তার স্বামী শারিরিক প্রতিবন্ধী অবস্থায় ৩ সন্তান রেখে মারা যান। মাত্র ১০ কাঠা খাস জমিতে প্রায় ৪০/৫০বছর যাবৎ ছোট ঘর বেধে অতিকষ্টে বসবাস করছে। জমির সামান্য অংশে ভিটা কে বড় করতে মাটি ভরাট করতে থাকলে দক্ষিণ হাজীপুর গ্রামের আবুল গাজীর পুত্র হান্নান গাজী বিধবা ফাতেমা বেগমের এ কাজে অবৈধ ভাবে বাধা সৃষ্টি করে। বিধবা ফাতেমা বেগম ১কন্যা ও ২ পুত্র নিয়ে অতিকষ্টে দিনমজুর খেটে সংসার পরিচালনা করেন। তার সামান্য আশ্রয়স্থল ভিটা বাড়ী বা জমি দখল করার লক্ষ্যে মারপিট, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, ক্ষতি সাধনসহ উচ্ছেদের পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন বিধবা ফাতেমা বেগম। 8,705,532 total views, 2,465 views today |
|
|
|