নভেম্বর ২৭, ২০২৪
শ্যামনগরে আইসিডির উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরে বুড়িগোয়ালিনী ইউনিয়নের আলাউদ্দিন মার্কেটে ২৭ নভেম্বর) সকাল ১০ টায় উপকূলের আদিবাসী মুন্ডা, বাঘ বিধবা পরিবারের শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী ৮০ টি পরিবারের শিশুদের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট ( আইসিডি) এর উদ্যোগে বুড়িগোয়ালিনী এলাকায় হতদরিদ্র, মুন্ডা জনগোষ্ঠী ও বাঘবিধবা পরিবারের শিশুদের মাঝে শীতের নতুন পোশাক বিতরণ করা হয়। শীতের নতুন পোশাক পেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারিয়া আক্তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,’শীতের নতুন সোয়েটার পেয়ে আমি খুব খুশি। আমার ভীষণ পছন্দ হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত সুন্দরবন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি পিযুষ বাউলিয়া পিন্টু, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, আইসিডির কো-ফাউন্ডার নিরাপদ মুন্ডা, আশিকুজ্জামান প্রমূখ। আইসিডি’র কো-ফাউন্ডার নিরাপদ মুন্ডা বলেন, শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত। উপকূলীয় জনপদে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 8,619,134 total views, 10,791 views today |
|
|
|