নভেম্বর ২২, ২০২৪
রিইব’র উপজেলা মানবাধিকার সুরক্ষাদলের মাসিক সভা অনুষ্ঠিত
![]() নিজস্ব প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রিইব’ এর সাতক্ষীরা উপজেলা মানবাধিকার সুরক্ষাদলের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের মধুমল্লারডাঙ্গীতে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মানবাধিকার সুরক্ষাদলের সভাপতি অ্যাড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে শুরুতে প্রকল্পের এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা করেন। সাতক্ষীরা উপজেলা মানবাধিকার সুরক্ষাদলের সদস্য সচিব মাহফুজা পারভীন লিপির সঞ্চালনায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও এর সমাধানের উপায় তুলে ধরে বক্তব্য রাখেন অ্যড. পলাশ মাহমুদ, গৌরপদ দাস, আনজুমানারা মিনি, মো. মাজহারুল ইসলাম, মো. গোলাম তানভীর ফয়সাল প্রমুখ। সভায় সদস্যদের উপস্থাপিত বক্তব্যের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার সামাজিক সমস্যাসমূহ চিহ্নিককরণ ও এর প্রতিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সাতক্ষীরা উপজেলা মানবাধিকার সুরক্ষাদলের সদস্যদের জরুরীসেবা হটলাইন নম্বরসমূহ প্রদান করা হয়। সাতক্ষীরা উপজেলা মানবাধিকার সুরক্ষাদলের মাসিক সভায় মো. আসাদুজ্জামান সরদার, সম্পা দাস, প্রকাশ মন্ডল, শারমিন সুলতানা, মোছা. রহিমা খাতুন, মো. শিহাব সিদ্দিকী, মো. লাভলু হোসেন, মো. আসাদুজ্জামান লাভলুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 8,982,459 total views, 8,711 views today |
|
|
|