নভেম্বর ৯, ২০২৪
বছরে প্রায় ২০ কোটি টাকার মাছ ছিনিয়ে নিচ্ছেন মাওয়া-পাগলা কোস্ট গার্ডের দুই সদস্য সাতক্ষীরার ভুক্তভোগী মৎস্য ট্রান্সপোর্ট মালিক ও ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের মানবন্ধনে বক্তারা
ডেস্ক রিপোর্ট : ‘সাতক্ষীরা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাছ পরিবহণকালে কোস্ট গার্ডের মাওয়া-পাগলা স্টেশনের জিনায়েত হোসেন ও মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে ট্রাক থামিয়ে বছরে প্রায় ২০ কোটি টাকার মাছ ছিনিয়ে নেওয়া হচ্ছে। এতে সহযোগীতা করছেন ওই এলাকার কথিত সোর্স রাজিব। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেয়া বাগদা গলদা, ভেটকি, ভাঙানসহ বিভিন্ন প্রজাতির এসব মাছ পুনরায় বিক্রি করা হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে’। শনিবার (০৯ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলার মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। এসময় এসব ঘটনা চাক্ষুস স্বাক্ষী ভুক্তভোগী ট্রাকচলকরা এসব ঘটনা তুলে ধরে বক্তব্য দেন। 8,705,414 total views, 2,347 views today |
|
|
|