নভেম্বর ২, ২০২৪
পাটকেলঘাটায় কুমিরা বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
মো: নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার কুমিরা হাইস্কুল মাঠে কুমিরা বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকাল ৩.৩০ মিনিটে অভয়নগরের সকার ফুটবল ক্লাব ও তালার সৈকত ফুটবল একাডেমীর মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্তিতাপূর্ণ টানটান উত্তেজনাপূর্ণ খেলাটির ৯০ মিনিটের মধ্যে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। ফলে খেলাটি টাইবেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইবেকারে ৪-২ গোলে অভয়নগরের সকার ক্লাবটি তালার সৈকত ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে এবং তালার সৈকত ফুটবল একাডেমী রানার্সআপ হয়। কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা-কলারোয়ার সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা যুব দলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপি নেতা তারিকুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়াজান মোড়ল, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দীন, ধানদীয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেদুল হক রাজু, বিএনপি নেতা পারভেজ, তালা উপজেলা যুব দলের আহবায়ক আহবায়ক মির্জা আতিয়ার রহমান ও সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী কেশব সাধু, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মোমিন, পাটকেলঘাটা পপুলার ক্লিনিকের এমডি ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যাপক মো: নাজমুল হক প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন অভয়নগরের সকার ফুটবল ক্লাবকে ৬০ হাজার টাকার ট্রফি তুলে দেন। তালার সৈকত ফুটবল একাডেমীকে ৪০ হাজার টাকার রানার্সআপ ট্রফি তুলে দেন। খেলায় ম্যান অব দা ম্যাচ এর পুরষ্কার গ্রহণ করেন, সকাল ক্লাবের গোল রক্ষক বিদ্যুৎ এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্টের পুরষ্কার গ্রহণ করেন, একই দলের সুজন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, কামার হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ। খেলাটির ধারাভাষ্য প্রদান করেন, শিক্ষক ওলিয়ার রহমান, লানচু। খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন, কুমিরা বন্ধু মহল ফুটবল টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা এটিএম গোলাম কিবরিয়া ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম। খেলাটি দেখার জন্য মাঠের চারিপাশে হাজার দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়। 8,705,450 total views, 2,383 views today |
|
|
|