নভেম্বর ২৭, ২০২৪
পাইকগাছায় উলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল পাইকগাছা উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা উলামা দলের সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ আবু মুছা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন, জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি আলহাজ্ব হাফেজ মাও. ফারুক হুসাইন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকি, উপজেলা উলামা দলের সহ-সভাপতি হাফেজ মতিউর রহমান, ডুমুরিয়া উলামা দলের সভাপতি হাফেজ মাওলানা খলিলুর রহমান। উপজেলা উলামা দলের সদস্য সচিব মাও. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, সাবেক জেলা সদস্য সাংবাদিক আলাউদ্দিন রাজা, যুবদল নেতা এসএম মোহর আলী, নাজমুল হুদা মিন্টু, মোঃ হুরায়রা বাদশা, মাওঃ আনিসুর রহমান, কামরুল ইসলাম, হাফেজ মাও. আব্দুল হাদিস, মেছের আলী সানা, অধীর চন্দ্র মন্ডল, শহীদুর রহমান, মিলন, ক্বারি কামরুল ইসলাম, হাফেজ আব্দুল হাকিম প্রমুখ। সম্মেলন শেষে গত সপ্তাহে খুলনা জেলা শাখা কর্তৃক আলহাজ্ব হাফেজ মোঃ আবু মুছা কে আহ্বায়ক ও মাও. আবুল কালাম আজাদ কে সদস্য সচিব করে পাইকগাছা উলামা দল শাখার ১৮ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উপজেলা উলামা দল শাখার কমিটি অন্যান্যরা হলেন, সহ সভাপতি কারী কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ক্বারি ইদ্রীস আলী, কোষাধ্যক্ষ মাওলানা বাহরুল আলম, সাংগঠনিক সম্পাদক, মোঃ নাজমুস শাহাদাত, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ শাহীন আলম, প্রচার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাওঃ আশরাফ আলী, দপ্তর সম্পাদক, মোঃ ইয়াছিন আলী, সহ দপ্তর সম্পাদক মোঃআকবার সানা, সদস্য মোঃ আকবার মোড়ল, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ রেজাউল করিম। 8,705,271 total views, 2,204 views today |
|
|
|