নভেম্বর ২, ২০২৪
দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
দেবহাটা প্রতিনিধি: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ ¯েøাগানকে সামনে রেখে দেবহাটায় জাতীয় সমবায় দিবসে র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে র্যালি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। অনিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবীশহর এগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং কো-অপরেটিভ সোসাইটির সাধারন সম্পাদক শরৎ চন্দ্র ঘোষ, অনিকেত আলাম ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলাম। 8,705,938 total views, 2,871 views today |
|
|
|