নভেম্বর ২৭, ২০২৪
কলারোয়া উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ, আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
বি এম পলাশ, কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ এবং আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জহুরুল ইসলাম এঁর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা আমীর কামরুজ্জামান, প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইউনুচ আলী বাবু, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, কলারোয়া বাজার কমিটির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, মাদরা বিজিবি ক্যাম্পের কমান্ডার বদরুল আলম, প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি সদস্য কাজী সিরাজ, ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার হুমায়ূন কবির প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল ইমরান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজামান জিল্লু, প্রভাষক আরিফ মাহমুদ, দেলোয়ার হোসেন, তানবীর সিয়াম, কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাস, প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, সোহেল হোসেন, সমাজসেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, সহকারী প্রকৌশলী মুনিরুজ্জামান মুনির,যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, ইউনিয়ন ভ্রাম্যমাণ আদালত অফিসার মোস্তাক আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসফিয়াতুন নাহার প্রমুখ। সভায় বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি বিষয়সহ তথ্য অধিকার বাস্তবায়নে সাংবাদিকদের তথ্য দিয়ে উপস্থিত সকলকে অবহিত এবং বাচ্চাদের ক্ষতিকর স্মার্ট ফোনের ব্যবহার থেকে দূরে থাকার তাগিদ করেন। 8,705,728 total views, 2,661 views today |
|
|
|