অক্টোবর ২৮, ২০২৪
কালিগঞ্জে অজ্ঞান পার্টির কবলে স্কুল শিক্ষকের পরিবার টাকা স্বর্ণালংকার ও সাইকেল লুট
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি বাইসাইকেল লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাতে উপজেলার ধলবড়িয়া গ্রামে। ধলবাড়িয়া গ্রামের প্রয়াত স্কুল শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষের ছেলে মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম ঘোষ (৪৭) জানান, প্রতিদিনের ন্যায় তারা রোববার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাড়ির গেইট ভেঙে তার মা সীতা রানী ঘোষ (৬৭) এর ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে তাকে অজ্ঞান করে। এরপর ওই চক্রটি জানালা দিয়ে স্প্রে করে গৌতম ঘোষ ও তার মেয়ে অন্বেষা ঘোষ (১০) কে অজ্ঞান করে। দুর্বৃত্তরা সবাইকে অজ্ঞান করে ঘরে থাকা নগদ দুই লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও একটি বাইসাইকেল লুট করে নিয়ে যায়। সোমবার সকালে ওই বাড়িতে কাজ করতে যেয়ে শীখা রানী (৩৭) প্রথমে সীতা রানী ঘোষকে এবং পরবর্তীতে গৌতম ঘোষ ও অন্বেষা ঘোষকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহায়তায় স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তাদের সুস্থ করার উদ্যোগ নেয়া হয়। সোমবার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত সীতা রানী ঘোষ পুরোপুরি সুস্থ হননি জানিয়ে গৃহকর্তা গৌতম ঘোষ জানান, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রবের মাধ্যমে বিষয়টি থানায় জানানো হয়েছে। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 8,402,111 total views, 530 views today |
|
|
|