নিজস্ব প্রতিনিধি : আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে খোলপেটুয়া নদীর প্রায় ৮০ ফুট বেড়িবাঁধে ভয়াবহ ফাঁটল দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন আতংকিত স্থানীয় অধিবাসীরা।
ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, শুক্রবার দুপুরে খোলপেটুয়া নদীর অস্বাভাবিক জোয়ারে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রহিম সরদারের ঘেরের সামনে প্রায় ৮০ ফুট বেড়িবাঁধে ভয়াবহ ফাঁটল দেখা যায়। ভাটির সময় ফাটলের সামনে চর ভেঙে প্রায় ৩০ থেকে ৩৫ ফুট পর্যন্ত গভীর হয়ে যায়। স্কুল সংলগ্ন বেড়িবাঁধে ভয়াবহ ভাঙনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট সবাই আতংকিত হয়ে পড়ে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হলে রবিবার সকাল ১০ টার দিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম ও উপবিভাগীয় প্রকৌশলী রাশেদ হোসাইন ভাঙন এলাকা পরিদর্শনে করেছেন। আগামী দুই-একদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত স্থানে ডাম্পিং এর কাজ শুরু করা হবে বলে তারা জানিয়েছেন।