Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহের শ্রমিক কর্মচারী ইউনিয়নের মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি : পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরন শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ ২১৪০ এর আওতাধীন সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহের শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেখ আবিদ হাসান আব্বসী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বি এন পির সিনিয়র যুগ্ন আহব্বায়ক, সহ সমন্ময়ক ও সাবেক সফল সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর শ্রমিকদলের আহবায়ক ও পবিবিশ্রকই কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধরন সম্পাদক জনাব মোঃ মজিবর রহমান, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন এবং মোস্তাফিজুর রহমান তুহিন বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বি এন পির আহবায়ক শেখ মাসুমবিল­াহ শাহিন, জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সমন্ময়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা ওজোপাডিকো (পবিবিশ্রকই) সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, মোঃ জহিরুল ইসলাম, ইয়াছিন আলী, খোরশেদ আলম, শেখ সিরাজুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, বুরহান হোসেন, কাজী আহসান হাবিব, মোঃ আব্দুল­াহ, শেখ আব্বাস আলী প্রমুখ, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ সোহরাব হোসেন বাবু,
প্রধান বক্তা বলেন বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার এই দেশটাকে ভারতের অঙ্গরাষ্ট্রে পরিনত করতে চেয়েছিল এবং এদেশ থেকে জাতীয়তাবাদের নাম মুছে দিতে চেয়েছিল দিল­ীর নির্দেশে, কিন্তু বাংলার ছাত্র জনতার আন্দোলনে তাদের সে স্বপ্ন পুরণ হয়নি, বিগত সরকার বিদ্যুৎ খাতকে দূঃনীতির প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করছে, এই সংস্থা থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে এটিকে দেউলিয়া করেছে, আগামীতে বি এন পি রাষ্ট্র ক্ষমতায় আসলে এই প্রতিষ্ঠানসহ শ্রমিক সংসৃলিষ্ট খাতগুলিকে প্রাধান্য দিয়ে ব্যাপকভাবে উন্নয়ন করার পরিকল্পনার কথা ইতিমধ্যে ঘোষনা দিয়েছে আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান।
বিশেষ বক্তা মজিবর রহমান বলেন বিগত সরকারের আমলে আমরা প্রায় সকলেই নির্যাতনের শিকার হয়েছি, অধিকাংশ শ্রমিকভাইদের হয়রানিমুলক বদলী করা হয়েছে। আমাকে চাকরীচ্যুত করছে, লোকবল নিয়োগ না করে সাধারন শ্রমিক ভাইদের জোর করে ৮ ঘন্টার পরিবর্তে ১২/১৪ ঘন্টা ডিউটি করিয়েছে, অনেক ষ্টাফ অবসরে গেলেও সেই শুন্যস্থান আজও পুরন হয়নি, সাতক্ষীরার বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ৫৬ হাজার অথচ এখানে টেকনিক্যাল ষ্টাফ আছে মাত্র ৮ জন, এই বৃহত এলাকায় কমপক্ষে ১০০ জন টেকনিক্যাল লোক প্রয়োজন, যেখানে এমন একটি বিদ্যুৎ কেন্দ্রে লোকবল থাকার কথা ৯০/১০০ জন সেখান কর্মরত আছে মাত্র ২২ জন, শুধু তাই নয় শ্রমিক কর্মচারীরা পাচ্ছেনা কোনরুপ সুযোগ সুবিধা, দীর্ঘ ১৭ বছর বৈষম্যের শিকার হয়েছি আমরা, সময় এসেছে নিজেদের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার, তাই সকল শ্রমিকভাইদের বলেন অচিরেই সিবিএ নির্বাচন করতে হবে এবং নির্বাচনে বিজয়ী হয়ে প্রতিষ্ঠান এবং শ্রমিকের সকল সমস্যা সমাধানে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে সার্বিক বিষয়ের সুষ্ঠ সমাধান করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version