অক্টোবর ১২, ২০২৪
সাতক্ষীরার বৈকারী কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ৩৩বিজিবি’র অভিযানে ২জন বাংলাদেশী নাগরিক আটক
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের বৈকারী কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ২জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে ৩৩ বিজিবি’র সদস্যরা। শুক্রবার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কালিয়ানি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭/৬৬ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানি নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এ সংবাদ প্রাপ্তির পর কালিয়ানি বিওপির নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থলে কৌশলে অবস্থান গ্রহণ করে। এসময় উক্ত স্থানে উক্ত ব্যক্তিরা আগমন করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে কলারোয়া উপজেলার পশ্চিম খদ্দে গ্রামের মৃত নরিম গাজীর ছেলে মো. আজিজুল গাজী (৪৫) ও তার স্ত্রী মোছা: শাহানারা খাতুন (৪২) কে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২,৪৫০ ভারতীয় রুপি, ২টি মোবাইল সেট, ১টি সীম, ভারতীয় এনআইডি কার্ড-২টি এবং ভারতীয় স্মার্ট কার্ড ১টিসহ আটক করে বিজিবি। উল্লেখখ্য যে, আটককৃত বাংলাদেশী নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা সদর থানায় সৌপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মানব পাচারকারী চক্রের ৩ জনকে পলাতক আসামী করে সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিক শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এব প্রেস-ব্রিফিং এ তথ্য জানিয়েছেন। 8,564,088 total views, 2,793 views today |
|
|
|