Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এস, এম, মোস্তফা কামাল : “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া, র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সিপিপি শ্যামনগরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে ফায়ার সার্ভিস শ্যামনগর ষ্টেশনের আয়োজনে গ্যাস সিলিন্ডারের আগুন নিভানোর কৌশল শেখানো হয়। পরবর্তীতে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সিপিপি শ্যামনগরের সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ, শ্যামনগর প্রেসক্লাবের সম্পাদক এস,এম, মোস্তফা কামাল, শ্যামনগর ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা আকবর হোসেন, এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী আল ইমরান, শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ছাড়াও সিপিপি, এনজিএফ, বারসিক, কারিতাস, ডিআরআরএ, সিডিও, লিডার্স সহ বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তীতে করণীয় বিষয়ে জনসচেতনা তৈরীতে বিশেষ গুরুত্ব আলোচনায় স্থান পায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version