ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত ও হিজলদি সীমান্ত থেকে পৃথক অভিযানে দুইজন পাঁচ জনকে আটক করেছে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (০৪ অক্টোবর) ভোররাতে সীমান্ত অতিক্রমের সময় তাদেরকে আটক করে বিজিবি। শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদরদপ্তরে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি)। তিনি জানান, ‘০৪ অক্টোবর আনুমানিক রাত ৪টা ২০মিনিটের দিকে কলারোয়া উপজেলার হিজলদী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৬ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর মাঠ থেকে বাংলাদেশের শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত সামছুল মোল্লার মেয়ে মৌসুমী (৩৪) এবং ফরিদপুর জেলার আলফাডাংগা উপজেলার রুদ্রদানা গ্রামের মৃত আয়নাল উদ্দিন শেখের ছেলে মোঃ মামুনকে (৩৩) আটক করা হয়। তিনি জানান, তারা ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করে। আটককৃত দুজনকে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে সংশ্লিষ্ট সীমান্তের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে’।
অপরদিকে একইরাতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে দুইজন মানব পাচারকারীসহ তিনজনকে আটক করা হয়েছে। বিজিবির এ কর্মকর্তা জানান, ‘সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পদ্মশাখরা বিওপির নায়েব সুবেদার আমির হোসেন গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত পিলার ২/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশান নামক স্থান হতে মানব পাচার হবে। মানব পাচারের খবর পেয়ে সেখানে আগে থেকে কৌশলে অবস্থান গ্রহণ করে বিজিবি সদস্যরা। এসময় উক্ত স্থানে ০২টি মোটর সাইকেলযোগে ০৩জন ব্যক্তি আসলে বিজিবি সদস্যরা দালাল মোঃ জসিম উদ্দিন (৩৮), পিতা-শামসুদ্দিন গাজি, গ্রাম-পদ্মশাখরা, পো-শাখরা কোমরপুর, থানা-সাতক্ষীরা সদর. জেলা-সাতক্ষীরা, মোঃ বিলাল হোসেন (২৩), পিতা-আসাদুল সরদার, গ্রাম-লক্ষীদাড়ী, পো-ভোমরা, থানা-সাতক্ষীরা সদর. জেলা-সাতক্ষীরা এবং ধুর মোঃ শামছুজ্জামান (৩৯), পিতা-আব্দুল মজিদ, গ্রাম-লক্ষীদাড়ী, পো-ভোমরা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে ০২টি মোটরসাইকেলসহ (হিরো-১০০সিসি ও হায়ার কজি-১০০সিসি) আটক করে। আটককৃত মোটরসাইকেল ০২টির আনুমানিক মূল্য চার লক্ষ টাকা’। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা অবৈধভাবে ভারতে গমনের বিষয়টি স্বীকার করেন। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তাদের স্থায়ী ঠিকানায় খোঁজখবর নিয়ে জানা গেছে মাদক চোরাচালানের সাথে জড়িত। আটককৃত ব্যক্তিদের পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে’।