অক্টোবর ২৮, ২০২৪
পল্টন ট্রাজেটি দিবস উপলক্ষে তালায় জামায়াতের আলোচনা সভা
তালা প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী-জামায়াতের রাজনৈতিক সংঘর্ষকালে লগী-বৈঠার মিছিল থেকে আওয়ামী পন্থী সন্ত্রাসীদের নৃৃশংস তান্ডবে জামায়াত-শিবিরের একাধিক নেতা ও কর্মী নিহত হন। এঘটনার প্রতিবাদে এবং সেসময়ে দায়েরকৃত মামলা পূনরায় সচল করে খুনিদের গ্রেফতার সহ শাস্তির দাবীতে তালায় আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 8,401,724 total views, 143 views today |
|
|
|