Site icon suprovatsatkhira.com

তলুইগাছা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিজিবির অভিযানে ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) ভোর পাঁচটায় এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) জানান, গোপন সংবাদেও ভিত্তিতে তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তলুইগাছা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি ওয়ান শুর্টারগান ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করে’। তিনি আরো জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে অস্ত্র পাচারের তথ্য পাওয়া যায় । উক্ত তথ্যের আলোকে আভিযানিক দলটি পূর্ব থেকে ওই এলাকায় অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা পলানোর চেষ্টা করলে অভিযানিক দল তাদের ধাওয়া করে। এ সময় রাতের অন্ধকারে ঘন বন দিয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিকদল উক্ত এলাকা তল্লাশী করে ০১ টি ওয়ান শুর্টারগান ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য দশ হাজার আটশত টাকা। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version