ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাংগা সীমান্ত থেকে তিনজন নারীসহ মোট চার জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে অবৈধপথে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে কাকডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের সময় কাকডাংগা বিওপির সুবেদার নাসির উদ্দিন ও এসআইপি সদস্য নায়েক কাজী হুরমুজ আলীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ৪ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বরিশাল জেলার কোতয়ালী থানার চরগোপালপুর এলাকার হানিফ মুন্সির ছেলে মো. সাইফুল মুন্সি, তার স্ত্রী মোছা. আঁখি আক্তার, নেত্রকোনা সদর থানার সর্বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে মোছা. লাকী আক্তার ও চুয়াডাংগা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের মো. বকুলের মেয়ে মোছা. পাপিয়া খাতুন। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করাহয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা’। তিনি আরো জানান, ‘অভিযান চলাকালে বিজিবির অবস্থান বুঝতে পেরে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় আটককৃতদের কালারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং মানব পাচারকারী চক্রের পাঁচ জনকে আসামী করে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে’।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে কলারোয়া উপেজলার চান্দুরিয়া সীমান্ত থেকে ৩টি ভারতীয় গরু আটক করে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের চান্দুরিয়া বিওপির সদস্যরা। বিজিবি জানায়, কলারোয়া উপজেলার চান্দুরিয়া বিওপির মেইন পিলার ১৭/৭-এস এর ১৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাদপুর খালপাড় নামক স্থান থেকে নায়েক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা গরু রেখে দৌড়ে পালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত স্থান হতে ০৩টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত গরুর আনুমানিক মূল্য ছয় লক্ষ ষাট হাজার টাকা হিসেবে সিজার প্রদান করা হয়েছে।