সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : ২৮ শে অক্টোবর (সোমবার) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে ভেটখালী হাট বাজার ব্যবস্থা কমিটি , ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ উদ্দ্যোগে রুপান্তর এন,জিও সহযোগিতায় স্থানীয় পর্যায়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ – বান্ধব স্যানিটেশন নিশ্চিতকরনে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্টান অুনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটখালী হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেটখালী হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি , ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুজ্জামান শহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউ,পি সদস্য বাবু মনোরঞ্জন মিস্ত্রী , মোঃ আব্দুল হামিদ লাল্টু , ভেটখালী হাটবাজার ব্যবস্থাপনা কমিটির ক্যাশিয়ার হুসাইন মোশারাফ , যুগ্ন সাধারণ সম্পাদক , সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুন্নবী ইসলাম ইমন , প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ আকতার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করি , পরিছন্ন ও স্বাস্থ্য সম্মত সমাজ গড়ি , সঠিক বর্জ্য ব্যবস্থাপনা , পরিবেশ বান্ধব স্যানিটেশনের গুরুত্বপূর্ন অংশ , সঠিক বর্জ্য ব্যবস্থাপনা , পরিবেশ বান্ধব স্যানিটেশনের গুরুত্বপূর্ন অংশ , সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করি বর্জ্যকে সম্পদে পরিনত করি , প্লাষ্টিক দূর্ষনকে না বলি , পরিছন্নতা বাংলাদেশ গড়ি , প্লাস্টিকের বর্জ্য কমাই , পুনব্যবহার করি , পৃথিবীটাকে সবার জন্য ভাল রাখি, প্লাষ্টিক দুষন বন্দ করি , ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে র্যালি , আলোচনা সভা এবং কর্মসূচির আওতায় ভেটখালী বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা হয়। উক্ত অনুষ্টানটি পরিচালনা করেন মোঃ সেলিম খান।
শ্যামনগরের ভেটখালী বাজারে পরিচ্ছন্নতা অভিযান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/