নিজস্ব প্রতিনিধি : মানবাধিকার, জেন্ডার সহিংসতা, যৌন নির্যাতন, বাল্যবিবাহ, নারীদের নিরাপত্তা, দলিত, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সাতক্ষীরায় সেফটিনেট সেবা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর হোপ প্রকল্পের আওতায় বুধবার (২০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের বর্ণমালা একাডেমিতে এ সভার আয়োজন করা হয়। রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর মানবাধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অ্যাড. আল মাহমুদ পলাশের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান ও সভার উদ্দেশ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অ্যাড. রফিকুল ইসলামকে আহ্বায়ক ও মাহফুজা পারভীনকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটি গঠন করা হয়। রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীনের সঞ্চালনায় মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্যরা সংশ্লিষ্ট বিষয়ের উপর স্থানীয় সমস্যা তুলে ধরেন এবং এর কারণ বিশ্লেষণসহ প্রতিকারের বিষয়ে মতামত ব্যক্ত করেন। উপস্থিত সদস্যদের বক্তব্যে স্ব স্ব এলাকায় জলাবদ্ধতা, বাল্যবিবাহ, নারী শিশু পাচার, শিক্ষার্থী ঝরে পড়াসহ বিভিন্ন সমস্যা ও সমস্যাগুলো সৃষ্টির মূল কারণ উঠে আসে। উক্ত সংলাপে এসব সামাজিক সমস্যা দূরীকরণে সম্মিলিতভাবে বিভিন্ন পরিকল্পনাগ্রহণ এবং সে মোতাবেক কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
রিইব এর সিএসও সভা অনুষ্ঠিত ও মানবাধিকার সুরক্ষা কমিটি গঠন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/