অক্টোবর ১, ২০২৪
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে “মর্যাদাপূর্ণ বার্ধক্য; বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, সাবেক কাউন্সিলর আসমা আহম্মেদ, এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ ও ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু সহ বিভিন্ন পর্যায়ের প্রবীন বৃন্দ। 8,231,189 total views, 11,181 views today |
|
|
|