নিজস্ব প্রতিনিধি : খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান বলেছেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেশের রাজনৈতিক দলগুলোকে দেখিয়ে দিয়েছে উদ্দেশ্য অর্জন করতে হলে কি ধরনের আন্দোলন করা প্রয়োজন। দেশের ছাত্ররা জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছিল বলেই তা গণ আন্দোলন ও পরে গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল। ছাত্রদের যুগোপযোগী যৌক্তিক দাবি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সকল ধরনের জনগোষ্ঠীকে রাজপথে নেমে আসতে বাধ্যকরে। গণআন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে।
শনিবার (১২অক্টোবর) সকাল ৮ টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে এক রোকন সম্মেলনে প্রধান অতিথিরা বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা আমির আবু তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক,জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুর সবুর,সাবেক উপজেলা আমীর ডাক্তার নুরুল আমিন, উপজেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মাওঃ আব্দুল বারী,শাহ অহিদুজ্জাম শাহীন,বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাদ আলী,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ আতাউর রহমান, আফসার উদ্দিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক শাহাজান আলী, যুব বিভাগ সভাপতি ডাক্তার রোকনুজ্জামান প্রমুখ। সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমীর নির্বাচনে উপজেলার ৪১৭ জন রোকন(পুরুষ-মহিলা) ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।
ছাত্ররা দেখিয়ে দিয়েছে উদ্দেশ্য অর্জন করতে হলে কি ধরনের আন্দোলন প্রয়োজন: অধ্যাপক নজিবুর রহমান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/