অক্টোবর ১৯, ২০২৪
কলারোয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক নাছিরের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাঙ্গনে যেন ছাত্র সংসদনির্ভর রাজনীতি থাকে সেটি নিয়ে আমাদের (ছাত্রদলের) পূর্বে থেকে চিন্তা ভাবনা রয়েছে এবং ভবিষ্যতেও আমরা ছাত্র সংসদনির্ভর রাজনীতি করতে চাই। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে কলারোয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণের সময় ছাত্রদল সম্পাদক এসব কথা বলেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, গত সাড়ে ১৫ বছর দেশে একটি ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, এখন যেহেতু একটি স্বাভাবিক পর্যায়ে উপনীত হয়েছে আমরা মনে করি শিক্ষার্থীদের আমাদের বিষয়ে জানার এবং বোঝার অধিকার রয়েছে। প্রতিটি ছাত্র সংগঠনের বিষয়ে শিক্ষার্থীরা চিন্তাভাবনা করবে, তারা মতামত দিতে পারবে। শিক্ষার্থীদের পার্থক্য বোঝার সময়টুকু দিয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়, তাহলে সেটি অত্যন্ত ফলপ্রসু হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি কল্যাণকর হবে আমরা মনে করছি। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শেখ সজিবুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক আরশাফ হোসেন, কলারোয়া উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন পারভেজ, পলাশ, সন্জুসহ কলারোয়া উপজেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 8,543,102 total views, 10,434 views today |
|
|
|