Site icon suprovatsatkhira.com

আশাশুনির ৯৫ পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা: বিসর্জন রেবাবার

নিজস্ব প্রতিনিধি : নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে আশাশুনির ১১ ইউনিয়নের ৯৫ টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকল প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে এবারের দুর্গাোৎসবের পরিসমাপ্তি ঘটবে।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, সেনা বাহিনীর ক্যাপ্টেন ফাহিম, র‌্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা, ট্যাগ অফিসারবৃন্দ সার্বক্ষণিকভাবে আইন শৃংখলা রক্ষায় সজাগ দায়িত্ব পালন করেন। এছাড়া প্রতিটি মন্ডপে প্রহরার বিশেষ ব্যবস্থা ছিল। সমস্ত মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপিত ছিল। এছাড়া বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ মণ্ডপে মণ্ডপে মতবিনিময় করেন মন্দির কমিটির সদস্যদের সাহস জুগিয়েছেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম ও সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্যের সার্বিক দিকনির্দশনায় পূজামন্ডপ পরিচালনা কমিটি পূজার দায়িত্ব পালন করেন। সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্য জানান, উপজেলার কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা অনু্ষ্ঠিত হয়েছে। রবিবার বিসর্জনের মধ্যদিয়ে পূজার পরিসমাপ্তি ঘটবে। তিনি পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও সহযোগিতা করায় উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version