Site icon suprovatsatkhira.com

সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা : ভোমরায় ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির কার্যালয় দখল

নিজস্ব প্রতিনিধি : ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি রেজিঃ ৮৬/সাত এর কার্যালয় দখল করে রাখার অভিযোগ উঠেছে কতিপয় দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার পেতে সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার বরাবর লিখিত আবেদন করেছেন ওই সংগঠনের ভুক্তভোগী নেতৃবৃন্দ। আবেদন সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ০৫ই আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মৃত মজিদ ড্রাইভারের ছেলে মোঃ জয়নাল আবেদীন কিরন ও ভোমরা ইউনিয়নের নবাতকাটি এলাকার বাসারত আলী গাজীর ছেলে লুৎফর রহমান মন্টুর নেতৃত্বে সরকার পতনের পরদিন ০৬ই আগস্ট সকাল ১০টার দিকে ৩০ থেকে ৪০জন দুষ্কৃতিকারীদের নিয়ে ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি রেজিঃ ৮৬/সাত এর কার্যালয়ের তালা ভেঙে সমিতির গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট, আসবাবাপত্র ভাঙচুর করে এবং সমিতির কার্যালয় অবৈধভাবে দখলে নিয়ে নেয়। এরপর থেকে বিগত কমিটির কাউকে সমিতির কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি। এ ঘটনার প্রতিকার চেয়ে ০৫ই সেপ্টেম্বর ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি রেজিঃ ৮৬/সাত এর সভাপতি মোঃ ফিরোজ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দের স্বাক্ষরিত বাংলাদেশ সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার বরাবর একটি আবেদন করেছেন। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ‘সেনাবাহিনী বরাবর আবেদনের খবর জানতে পেরে লুৎফর রহমান মন্টু ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির কার্যকরী পরিষদেও নেতৃবৃন্দদের পদত্যাগ করার জন্য হুমকি ধামকি দিচ্ছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version