Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে ট্যালেন্ট হান্ট

নিজস্ব প্রতিনিধি : বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এসপায়ার টু ইনোভেট-এটুআই এবং একশনএইড বাংলাদেশ এর আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিটাক নির্বাহী প্রকৌশলী সায়েদ আব্দুল বাকী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর উইমেন (সিডো) সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস, ফিউচার স্কিল এন্ড এমপ্লয়মেন্ট এসপায়ার টু ইনোভেট-এটুআই কোঅর্ডিনেটর মো. হাবিবুর রহমান ও জেলা মহিলা অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে ট্যালেন্ট হান্ট এ ২হাজারের অধিক ফরম জমা পড়েছে। এর মধ্যে ৩৬০জনকে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. রুহুল আমিন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version