Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় অনুর্ধ্ব ১৪-১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেটার বাছাই কার্যক্রম চলছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় অনুর্ধ্ব ১৪-১৬ ও ১৮ বছর বয়স ভিত্তিক ক্রিকেটার বাছাই কার্যক্রম চলছে। প্রতি বছরের ন্যায় চলতি বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের সহযোগীতায় বয়স ভিত্তিক বাছাই এর দ্বিতীয় দিনে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে বাছাই কার্যক্রম চলছে। বয়স ভিত্তিক ক্রিকেটার বাছাই কার্যক্রমে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ৩০০ ছেলে অংশ গ্রহণ করে।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন বলেন, আমরা সাতক্ষীরাতে ক্রীড়া অঙ্গনকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখতে চাই। এখানে দক্ষতার ভিত্তিতে খেলোয়াড় বাছাই কার্যক্রম চলছে। আগে যেমন ক্রিকেটটা শহর কেন্দ্রিক ছিলো এখন প্রত্যন্ত অঞ্চল থেকে বাচ্ছারা আসছে এবং কোয়ালিটি তৈরী করছে স্ব স্ব এলাকার ক্রিকেট একাডেমী গুলো। কৃতজ্ঞতা জানাই কোচদেরকে যাদের ঐকান্তিক প্রচেস্টায় প্রতিবছর সাতক্ষীরা থেকে বিভাগীয় পর্যায়ে এবং ন্যাশনাল পর্যায়ে আমাদের কৃতি সন্তানরা খেলছে। কোর্চ লালু, ফিরোজ, তপু, আলতাফ, তারিক, লালটু, মিলন, স্বপন, হিরন, আজিজুল, সোহেল, আবীর লিটু এরা খেলোয়াড় তৈরীর কারিগর, সারাবছর প্রশিক্ষন চালিয়ে যাচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার সাথে সার্বক্ষনিক সহযোগীতা করছে অন্যতম বাংলাদেশ মহিলাদলের বোলিং কোর্চ সাবেক জাতীয় দলের ক্রিকেটার রবিউল ইসলাম শিবলু। আবার কিছু আম্পায়ারও এদের সার্বিক সহযোগীতা করে চলেছে বি-গ্রেড আম্পায়ার লুৎফর রহমান সৈকত, খোকন, মিহির, তাপস, দিপু, আমরা সাবেক জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা চাই ক্রিকেট সহ প্রত্যেকটি খেলায় সাতক্ষীরা এগিয়ে থাকবে। শুধু চেয়ার দখল করা কর্মকর্তা এখানে আর দেখা যাবে না দেশ পরিবর্তন হয়েছে, যাদেরকে সবসময় মাঠে পাওয়া গিয়েছে, মাঠে সময় দিয়েছে, লেবারের কাজ করেছে, খেলোয়াড়দের কথা চিন্তা করেছে, সেই সব কর্মকর্তাকে অন্তত ক্রীড়া সংস্থা দেখতে চায়। কিছু মহৎ ব্যাক্তির নাম আমি বলতে চাই যারা বিগত দিনে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনকে ধংসের হাত থেকে রক্ষা করছে যারা খেলা এবং খেলোয়াড়ের মূল্য বোঝে, যারা ক্রীড়াকে উজ্জীবিত করে রেখেছে, তুফান কোং সত্বাধিকারী ডা: আবুল কালাম বাবলা, সাবেক সাজেক্রীস সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাবেক সেক্রেটারী মীর তানজির আহমেদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান শাহিন,সাবেক সাজেক্রীস সদস্য কাজী কামরুজ্জামান, সাবেক ডিএফএ সভাপতি ইন্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, প্রেস ক্লাব সভাপতি ও ওরিওরর্স ক্লাবের সভাপতি আ.ন.ম. আবু সাঈদ, খন্দকার আরিফ হাসান প্রিন্স, এরিয়ান্স ক্লাবের সেক্রেটারী আইনুল ইসলাম নান্টা, ন্যাশনাল ফুটবলার ইমাদুল ইসলাম খান, খোখো বাংলাদেশ দলের ক্যাপটেন আব্দুর রহমান রানা, জাতীয় এ্যথলেটিকস ১৫ বারের চাম্পিয়ান শিরিন আক্তার, সাজেক্রীস সদস্য তানজিম কালাম তমাল, রুহুল আমিন, মির্জা মনিরুজ্জামান কাকন, সাজেক্রীস ক্যাশিয়ার ইদ্রিস আলী বাবু, কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাবেক ফুটবলার আহম্মদ আলী, হাসনে জাহিদ জজ, আজহার হোসেন, জাতীয় জাতীয় দলের ফুটবলার রানা, জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাপটেন সাবিনা খাতুন, বলাকা ক্লাবের সভাপতি এড: সাইফুল্লাহ গনি, জাহিদ হাসান। আমরা গভীরভাবে স্মরণ করতে চাই তিনজন আমাদের প্রানের ক্রীড়া ব্যাক্তিত্বকে মরহুম বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান, মো: আনিছুর রহমান, আল আমীন কবির চৌধুরী ডেভিড। সাতক্ষীরাকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় সহযোগীতা করে গেছেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ ন ম তারিকুল ইসলাম (যুগ্মসচীব), বিসিবি সিনিয়র এক্সিকিউটিভ জাভেদ ইসলাম তাপস ও বিসিবি কর্মকর্তা রনি চৌধুরী। আসুন সকলে মিলে মিশে ক্রীড়াঙ্গনকে বাঁচিয়ে রাখি সাতক্ষীরা ক্রীড়ার উর্বর ভূমি ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version