সেপ্টেম্বর ২৮, ২০২৪
রাসুলকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা:)কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতির আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ২৮ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকায় কুলিয়া শহীদ মিনার চত্বরে কুলিয়াইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকাত আলী, সাবেক যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুছ খোকন, দেবহাটা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম রসুল খোকন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, দেবহাটা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোসফিকুর রহমান, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুজ্জামান মনি, যুগ্নআহবায়ক হোসেন আলী, যুগ্ন আহবায়ক মাসুদ রানা ও জেলা ছাত্র দলের সাবেক সদস্য রাফিজুর রহমান রাফিজ, জেলা তরুণ দলের আহবায়ক তাসকিন আহমেদ শাওন ও ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আমাদের মা বাবা আত্মীয় স্বজন শিক্ষক সবার উপরে আমাদের নবীর সম্মান, সবাইকে কুরবানী দিয়ে হলেও রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে। বক্তারা আরো বলেন, শুধু ভারত নয় বিশ্বের যে কোন দেশে রাসূলকে নিয়ে কটুক্তি করলে তা মেনে নেয়া হবে না। 8,402,063 total views, 482 views today |
|
|
|