Site icon suprovatsatkhira.com

তালায় দলিত’র ই-কমার্স বিষয়ক প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি : যুব সমাজকে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলে ই-কর্মাসের মাধ্যমে উপযুক্ত উদ্যোক্তা তৈরি, তাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করা, পন্য বাজারে প্রবেশ করানো এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন গঠনসহ জীবন-মান উন্নয়নে বেসরকারি সংস্থা দলিত “প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করেছে। খুলনা জেলার ডুুমরিয়া উপজেলার ৪টি এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৪টি ইউনিয়নের ই-কমার্স উদ্যোক্তাদের জন্য গৃহিত প্রকল্প ২০২৩ সালের জুলাই মাসে শুরু হয়ে চলতি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সম্পন্ন হয়। প্রকল্পের অভিজ্ঞতা বিনিময়, অগ্রগতি এবং সম্ভাবনা বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে তালা প্রাণি সম্পদ অফিসের সভাকক্ষে সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগীতায় এবং দলিত’র আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দলিত’র নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।
টেকনিক্যাল সাপোর্ট অফিসার হোসনেয়ারা খাতুন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সনজয় বিশ^াস, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এসময় প্রকল্পের বাস্তবায়িত কর্ম উপস্থাপন করেন, দলিত’র হেড অব প্রোগ্রাম (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাস এবং প্রকল্প ব্যবস্থাপক পুষ্পমালা দাস।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপার ভাইজার প্রভাষ কুমার দাশ, ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ, তালা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নারায়ন মজুমদার, সাধারন সম্পাদক জুলফিকার রায়হান, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী মন্ডল, দলিত’র ফাইনান্স এন্ড এডমিন কৃষ্ণপদ দাস, কম্পিউটার ফ্যাসিলিটেটর পবিত্র দাস, বাধন পাল, সোশ্যাল মোবিলাইজার সুশান্ত কুমার দাস, রুমা আক্তার, হাব অপারেটর দেবব্রত দাস, শাহরিয়ার বাপ্পী, উদ্যোক্তা স্বপ্না বিশ^াস ও আছিয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় স্টেকহোল্ডার, প্রকল্প সুবিধাভোগী, আইজিও সুবিধাভোগী ও আইটি স্টুডেন্ট উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version