সেপ্টেম্বর ৩০, ২০২৪
কাদাকাটি ইউনিয়নের ১০ গ্রামের মানুষ পানিবন্দী: সরকারি সাহায্যের আবেদন
সমীর রায়, আশাশুনি : অতিবৃষ্টি ও প্লাবিত অন্যান্য ৬ ইউনিয়নের পানিতে ডুবে আছে আশাশুনির কাদাকাটি ইউনিয়নের ১০টি গ্রাম। প্রায় ৪৫ দিন ধরে পানিবন্দী হয়ে থাকা ৩ হাজার পরিবারের প্রায় ১৩ হাজার মানুষ চরম মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। ৯০ ভাগ মাটির বসতঘর ও গোয়াল ঘর পড়ে যাওয়ায় বৃদ্ধ, নারী-শিশু এবং গবাদি পশু নিয়ে চরম দুর্বিপাকে পড়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর আহŸান জানিয়েছেন ভুক্তভোগিরা। সুপেয় পানির অভাব ও দীর্ঘদিন ধরে অনাহারে অর্ধাহারে থাকা মানুষগুলো যেমন সরকারি বেসরকারি কোন সাহায্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন তেমনি পানি নিস্কাশনের একমাত্র পথ মিত্রতেঁতুলিয়া ¯øুইচ গেট ব্যবস্থাপনা নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে প্লাবিত এলাকার সাধারন মানুষের মধ্যে।
8,564,186 total views, 2,891 views today |
|
|
|