সেপ্টেম্বর ২৫, ২০২৪
সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধ কমিটির দক্ষতা উন্নয়ন কর্মশালা
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধ কমিটির দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটি আয়োজিত কর্মশালার শুভ উদ্বোধন করেন কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন। কর্মশালায় অংশগ্রহন করেন ইউপি সচিব শেখ আমিনুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। কর্মশালায় প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম, কর্মকৌশল, প্রত্যাশিত ফলাফলসহ আশ্বাস প্রকল্প পরিচিতি ও প্রেরণার আলোক শিখা” মানব পাচার কি এবং নিরাপদ অভিবাসন বিষয়ক ভিডিও প্রদর্শনী করা হয়। এছাড়া মানব পাচার প্রতিরোধ কমিটির পরিচিতি গঠন, কার্যক্রম ও মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণসহ মানব পাচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব, কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় সঞ্চালনা করেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা বিশ্বাস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ মাহবুবুর রহমান আকন্দ। উল্লেখ্য যে, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে সাতক্ষীরা জেলায় বাস্তবায়ন করছে রূপান্তর। 8,182,348 total views, 4,709 views today |
|
|
|