সেপ্টেম্বর ২৫, ২০২৪
মধুবাগ আবাসিক এলাকায় আরসিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে পূর্ব প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুবাগ আবাসিক এলাকায় আরসিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আয়োজনে সংগঠনের সভাপতির বাসভবনে সংগঠনের সভাপতি ও এম আর পরিবহনের চেয়রম্যান মো. নুরুল হকের সভাপতিত্বে পূর্ব প্রস্তুকিমূলক সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক মো. ইকবাল জমাদ্দার, মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আওতাভূক্ত এলাকার উন্নয়ন বিষয়ে গূরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উপদেষ্টা এডভোকেট আবুবকর সিদ্দীক, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ মো. আবু সাঈদ, প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পেশকার আব্দুল জলিল, পরিবার পরিকল্পনা অফিসের অফিসের কর্মকর্তা মো. আবু তালেব, সদস্য আনিসুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী জাকাত আলী, প্রভাষক নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার আব্দুস সেলিম ও ছাত্র সাকিব হাসান প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে মধুবাগ আবাসিক এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া প্রায় ১ কিলোমিটার রাস্তা নির্মিত হতে যাচ্ছে আরসিসি ঢালাই। এজন্য মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর ও পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। 8,231,348 total views, 11,340 views today |
|
|
|