Site icon suprovatsatkhira.com

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা সমাবেশ ও প্রতিবাদ মিছিল আয়োজন করে। আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান মানবাধিকার নেতা ও কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্তের নামে মিথ্যা মামলা ও বিভিন্ন জেলায় সংখালঘু নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারসহ সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত¡াবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সাম্প্রদায়িক সহিংসতা অবসানের দাবীতে সাতক্ষীরায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলার যুব ঐক্য পরিষদের আহবায়ক অমিত কুমার ঘোষ বাপ্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাধু, প্রেসিডিয়াম সদস্য গৌর দত্ত, পৌল সাহা, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ শীবপদ গাইন, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অসিম দাস সোনা, মিলন রায়, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক থিউফিল গাজী, যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শ্রীদাম দে, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম পাল, সদর যুব ঐক্য পরিষদের আহবায়ক অরবিন্দ কর্মকার দিবস কর্মকার, নয়ন চৌধুরী, সুমন বিশ্বাস, পৌর শাখার আহবায়ক বাধন ঘোষ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সরকারের পটপরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মন্দির, সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা এখনো চলমান রয়েছে। কিন্তু নিরাপত্তা দেওয়ার কেউ নেই। পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি খাগড়াছড়িতে উপজাতিদের উপর অত্যাচার ও অগ্নি সংযোগ করা হয়েছে। সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এই সকল মিথ্যা মামলা দ্রæত প্রত্যাহার করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব সিংহ। সাতক্ষীরা প্রেসক্লাব এর সামনের সমাবেশ অনুষ্ঠিত হয় এবং প্রতিবাদ মিছিল সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ ও প্রতিবাদ মিছিল শেষ হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version