Site icon suprovatsatkhira.com

তালায় মুক্তি ফাউন্ডেশন’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি : তালার বে-সরকারী সংস্থা মুক্তি ফাউন্ডেশন উপজেলার ৪টি ইউনিয়নে রেমালে ক্ষতিগ্রস্থ ও ঝুকিপূর্ন দরিদ্র উপকারভোগীদের জন্য প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে জরুরী ভিত্তিতে বিএমজেড-পিটি প্রকল্প বাস্তবায়ন করছে। ৬মাস মেয়াদী এই প্রকল্পের কর্মসূচী উপস্থাপনের জন্য তালায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এডিএইচ- মাল্টিজার ইন্টারন্যাশনাল’র অর্থায়নে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তালা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মুক্তি ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।
মুক্তি ফাউন্ডেশন প্রকল্প কর্মকর্তা মো. মহিউদ্দীনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সনজয় বিশ^াস, কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খাঁ বাবলী, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার প্রমুুখ। এসময় তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, খলিলনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিষ্ণু পদ মন্ডল, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশন’র সমন্বয়কারী সুনন্দা ভদ্র,সিনিয়র কর্মকতৃা তরিকুল ইসলাম, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, মুক্তি ফাউন্ডেশন’র উত্তম কুমার ঘোষ, রাজিব কুমার দাশ সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও ভুক্তভোগী দরিদ্র জনগোষ্ঠীর মানুষ উপিস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বিএমজেড পিটি প্রকল্পের অধিন ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ উপজেলার ৪টি ইউনিয়নে আর্থ-সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ, প্রান্তিক ও উপকূলীয় জনগোষ্ঠীর (প্রতিবন্ধীসহ) উপকারভোগী পরিবারের মধ্যে ৫টি পরিবারকে গৃহ নির্মান, ৫৮টি পরিবারের আংশিক ক্ষতিগ্রস্থ গৃহ সংস্কার, ২০টি পরিবারের আংশিক ক্ষতিগ্রস্থ রান্নাঘর সংস্কার. ২৬টি পরিবারের ক্ষতিগ্রস্থ গোয়ালঘর ও ১৫২টি পরিবারের স্বাস্থ্যসম্মত পায়খানা ঘর নির্মান করে দেয়া সহ ৩জন প্রতিবন্ধীকে সহায়ক হিসেবে হুইল চেয়ার প্রদান করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version