Site icon suprovatsatkhira.com

তলুইগাছা সীমান্তে মাদক উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি : ২৪ সেপ্টেম্বর রাতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিকদল আসামীবিহীন ০১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ০২ বোতল LSD (Lysergic Acid Diethylamide) এবং ০৫ বোতল বিদেশি মদ আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরাস্থ তলুইগাছা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ০২ আরবি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মজুমদার খাল নামক স্থান দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের তলুইগাছা বিওপির নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে। এক পর্যায়ে আগত মাদক চোরাকারবারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলায়নে উদ্যত হলে অভিযানিক দল তাদেরকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে রাতের অন্ধকারে ঘন জঙ্গল দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী করে ০১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ০২ বোতল LSD (Lysergic Acid Diethylamide) ০৫ বোতল মদ উদ্ধার করে।

এ ব্যাপারে আটককৃত মাদকদ্রব্য এর বিষয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি (সাধারন ডায়েরী) করতঃ পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষিয়টি নিশ্চিত করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version