কয়রা (খুলনা) প্রতিনিধিঃ বিগত বছর গুলোতে কয়রা সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে যতবার প্রতিবন্ধী ভাতার নামের তালিকা হয়েছে ততবারই অনিয়ম হয়েছে বলে স্থানীয়রা জানাই। এমন তথ্যের ভিত্তি কয়রা সদর ইউনিয়নের তিনটি৭,৮ ও ৯ ওয়ার্ডে অনুসন্ধান চালিয়ে জানা যায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাবে এসব অনিয়ম হয়েছে নাম পরিচয় গোপন রাখার শর্তে কিছু স্থানীয় কয়েক জন সাধারণ মানুষ বলেন। তারা আরও অভিযোগ করে বলেন যাঁরা প্রতিবন্ধী না তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতিবন্ধী ভাতার নামের তালিকা নাম দেয়। ৮ নং ওয়ার্ড ৫নং কয়রা গ্রামের একজন আওয়ামী লীগের নেতা তার জামাই, মেয়ে, আত্নীয়সজন নামে, বেনামে সিম উঠিয়ে প্রতিবন্ধী ভাতার তালিকায় নাম দেয় বলে ঐ এলাকার কয়েক জন অভিযোগ করেন। বিষয় টি কথা হয় কয়রা উপজেলা সমাজ-সেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন নামে-বেনামে যাঁরা প্রতিবন্ধী না তাঁরা প্রতিবন্ধী ভাতার নামের তালিকায় থাকবেনা কারণ যাঁরা প্রতিবন্ধী তাদের কে সরাসরি দেখে এবং ডাক্তার সার্টিফিকেট নিয়ে আশার পর তাদের কে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়া হয়। বর্তমান কয়রা সদর ইউনিয়ন এ-র প্যানেল চেয়ারম্যান এস,এম লুৎফর রহমান বলেন প্রায় ৮ বছর আগে প্রতিবন্ধী ভাতার তালিকা করার সময় যাঁর প্রতিবন্ধী না তাদের ও তালিকায় অন্তর ভুক্তি করা হয় সেটা কে যাচাই- বাছাই না করে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রত্যয়ন পাত্র নিয়ে কয়রা উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্স থেকে সার্টিফিকেট এনে এসব মানুষ ভাতা পাচ্ছে সম্প্রতি সময় এসে সেটা যাচাই-বাচাই হচ্ছে যাঁরা প্রকৃতি প্রতিবন্ধী তারাই এখন থেকে ভাতা পাবে।
কয়রায় প্রতিবন্ধী ভাতার নামের তালিকায় অনিয়মের অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/